বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে একমাত্র খেলোয়াড় হিসেবে কোটি টাকার ঘরে মোহাম্মদ নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। প্রথম দিনেই নিজের মূল্য বুঝাতে ব্যর্থ এই বাঁহাতি ওপেনার। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১১ বলে মাত্র ১১ রান করে আউট হয়েছেন তিনি।
মির্জা বেগের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাঈম। প্রথম ওভারে সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন। পরের দুটি বলে রান নিতে পারেননি। শেষ বলে চার মারেন নাঈম। নবম বলে আরেকটি বাউন্ডারি মেরে জ্বলে ওঠার ইঙ্গিত দেন। কিন্তু আর দুটি বল খেলে সাজঘরে ফিরতে হয় তাকে। ১১ বলে দুটি চারে ১১ রান করে থামেন নাঈম। চতুর্থ ওভারে দলীয় ২৯ রানে বিপিএলের কোটিপতির বিদায়।
বিপিএলের নিলামের শুরুতেই ডাক পান নাঈম। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতেই তার প্রতি আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম তাকে দলে ভেড়াতে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত তাকে দলে নেয় চট্টগ্রাম।