Image description

নওগাঁর ধামইরহাট উপজেলায় সমাজের অসহায় ৬০ জন ভিক্ষুককে নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবসেবা’।

শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী আলতাদীঘি জাতীয় উদ্যানে তাদের মাংস-বিরিয়ানি খাওয়ানো হয়। ভোজন শেষে নারী ভিক্ষুকদের জন্য বালিশ বদল ও পুরুষ ভিক্ষুকদের জন্য হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

এ সময় মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ, সরকারি এমএম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।