Image description

বিপিএলের নিলামে রীতিমতো আলোড়ন তুলেছিল চট্টগ্রাম রয়্যালস। দল গঠনে একের পর এক চমক দিয়ে নিলামের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি হয়ে উঠেছিল তারা। সেই ধারাবাহিকতায় সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।

তবে নিলামের পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়ায় বন্দরনগরীর দলটি। এরই মাঝে বিপিএল শুরুর ঠিক একদিন আগে এসেছে সবচেয়ে বড় ধাক্কা।

আর্থিক ও ব্যবস্থাপনা সংকটে শেষ মুহূর্তে এসে দল পরিচালনার দায়িত্ব ছেড়ে দেয় চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম দলের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরপর থেকেই আলোচনায়, ক্রিকেটারদের পারিশ্রমিকের কী হবে, পুরো টাকা পাবেন কি তারা? বিশেষ করে ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নাঈম শেখ কি নিলামের ওঠা এক কোটি ১০ লাখ টাকা পাবেন!

এ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেছেন, ‘সকালে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম আমরা। ওদের বলেছি যাদের সঙ্গে চুক্তির কাগজ আছে, তারা টাকা পাবেন। যাদের কাগজ নেই, তাদের সঙ্গে আমরা নতুন করে চুক্তি করব।’

এদিকে নিজেদের অধীনে যাওয়ার পরপরই চট্টগ্রাম রয়্যালসকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজে নেমেছে বিসিবি। দল পরিচালনায় দ্রুত স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনিক ও কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।