বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) ১২তম আসরের উদ্বোধন হবে আগামীকাল (২৬ ডিসেম্বর)। সিলেটের মাঠে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে। এই আসরে ৬টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ থাকবে এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা ছিল।
গত আসরে সমালোচনার মুখে থাকা চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এবার নতুন মালিকানায় খেলছে। তবে শুরুতেই তারা বড় বিতর্কের জন্ম দিয়েছে। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের চিঠির পর আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন ব্যবস্থায় চট্টগ্রামের প্রধান কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল, টিম ডিরেক্টর হয়েছেন হাবিবুল বাশার সুমন এবং টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস ইকবাল।
প্রথমে চট্টগ্রাম প্রধান কোচ হিসেবে মমিনুল হকের নাম ঘোষণা করেছিল। পরে বিদেশি কোচ জাস্টিন মাইলস ক্যাম্প নিয়োগের কথা বললেও শেষ পর্যন্ত তিনি আসতে পারছেন না। ৪৮ বছর বয়সী প্রোটিয়া অলরাউন্ডার ক্যাম্পকে দলের ব্যাটিং ও পেস বোলিংয়ে কাজে লাগানোর আশা করা হলেও মালিকানা পরিবর্তনের কারণে পরিকল্পনা বদলানো হয়
মিজানুর রহমান বাবুল এখন চট্টগ্রামের প্রধান কোচ, যাকে সহায়তা করবেন দলের ব্যাটিং কোচ ও মেন্টর তুষার ইমরান। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও টেকনিক্যাল কমিটির দায়িত্ব ছাড়েছেন। আগামীকাল সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে।