আফ্রিকা কাপ অব নেশন্সে বুধবার রাতে সুদানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলজেরিয়া। এই ম্যাচে আলজেরিয়ার শুরুর একাদশে ছিলেন লুকা জিদান, যিনি ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। আর ছেলের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জিদান।
দাদার দেশ আলজেরিয়ার হয়ে খেলার প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দেননি লুকা জিদান। দলের নিয়মিত গোলরক্ষক আলেকজান্দ্রে ওকিদজার ইনজুরিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ আসে তার সামনে। স্প্যানিশ ক্লাব গ্রানাডায় খেলা লুকা প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বেশ কিছু সেভ করার পাশাপাশি ‘ক্লিন শিট’ নিয়েই মাঠ ছেড়েছেন লুকা। আর স্টেডিয়ামের বড় পর্দায় যতবার জিদানকে দেখানো হয়েছে, ততবারই করতালি কিংবা হর্ষধ্বনি করেন দর্শকেরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ‘ই’ গ্রুপের ফেভারিট আলজেরিয়া। মাত্র দ্বিতীয় মিনিটে হিশাম বাউদাউয়ির পাসে দলকে এগিয়ে নেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে বড় ধাক্কা খায় সুদান। রায়ান আইত-নূরিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সালাহ আদিল।
১০ জনের দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলা আরও সহজ হয়ে যায় আলজেরিয়ার জন্য। ৬১ মিনিটে আমোরার পাসে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। আর ম্যাচের ৮৫ মিনিটে বাগদাদ বুনেদজাহর হেড থেকে বল পেয়ে আলজেরিয়ার ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ইব্রাহিম মাজা।