Image description

লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী বুলেটপ্রুফ বাসটি সমাবেশস্থলে পৌঁছায়।

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বাসটি সংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছায়। দীর্ঘ দিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে অপেক্ষমাণ লাখ লাখ নেতাকর্মী। বাসটি পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে গতকাল তার এবং সকাল থেকেই ৩০০ ফিট এলাকায় জনস্রোত তৈরি হয়েছে। কিছুক্ষণ পরই জনতার উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।