চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। সোমবার মানুকা ওভালে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির টি–টোয়েন্টি রেকর্ড ভেঙে ফেলেন তিনি।
ম্যাচে দুর্দান্ত বোলিং করে চার ওভারে ২৪ রানের বিনিময়ে চার উইকেট নেন শাদাব। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় আফ্রিদিকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসেন।তথ্য জিও সুপারের।
আফ্রিদি ৩২৯টি টি–টোয়েন্টি ম্যাচে ৩৪৭ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে শাদাব এখন পর্যন্ত ৩২৫ ম্যাচে ৩৫১ উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ৭.৫৮। পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক বর্তমানে বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি।
পাকিস্তানের বোলারদের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট
ওয়াহাব রিয়াজ – ৪১৩
মোহাম্মদ আমির – ৪০৯
সোহাইল তানভীর – ৩৮৯
ইমাদ ওয়াসিম – ৩৭৭
শাদাব খান – ৩৫১
শহিদ আফ্রিদি – ৩৪৭
শাদাবের এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই চলতি বিগ ব্যাশে নিজেদের প্রথম জয় পায় সিডনি থান্ডার। তারা ব্রিসবেন হিটকে ৩৪ রানে পরাজিত করে।