গত সেপ্টেম্বরে বড়দের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল ভারত-পাকিস্তান। তবে শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হন শাহিন-সালমানরা। কিন্তু বড়দের মতো ভুল করেনি পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
রোববার (২১ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে ভারতকে ৩৪৮ রানের বিশাল লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারত। এতে ১৫৬ রানের বিশাল জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা।
এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। সেই হারের কড়া জবাব দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ২০১২ সালে ফাইনালে উঠে ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি এবং পরের আসরে রানার্স আপ হয়েছিল পাকিস্তান। এরপর ২০১৭ সালে ফাইনালে আফগানদের কাছে হেরেছিল তারা। তবে এবার নিজেদের প্রথম শিরোপার অপেক্ষা শেষ হলো পাকিস্তানের।
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। প্রথম দুই ওভারেই তুলেছিল ৩০ রান। কিন্তু পিচে নিজেদের ধরে রাখতে পারেনি ম্যান ম্যান ইন ব্লুরা। ৭ বলে ২ রান করে ফেরেন ওপেনার আইয়ুস মাহাত্রে এবং ৯ বলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন অ্যারন জর্জ।
এরপর ১০ বলে ২৬ রান করে বৈভব সূর্যবংশী আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। মাত্র ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসে ভারত। শেষ পর্যন্ত ২৬ ওভার ১ বলে ১৫৬ রান তুলতে পারে ম্যান ইন ব্লুরা। এতে ১৯৬ রানের বিশাল জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আলি রাজা। এ ছাড়াও মোহাম্মদ সাইয়াম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান।
এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। ১৪ বলে ১৮ রান করে হামজা আউট হলেও ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন সামির মিনহাজ। ২৯ বলে ফিফটি এবং ৭২ বলে সেঞ্চুরি তুলে নেন এই পাক ব্যাটার।
তাকে যোগ্য সঙ্গ দেন ৪৫ বলে ৩৫ রান করার উসমান খান ও ৭২ বলে ৫৬ রান করে আউট হওয়া আহমেদ হুসাইন। সবমিলিয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বড় পুঁজি পায় পাকিস্তান।