২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর অবশেষে সস্তা টিকিট ক্যাটাগরি চালুর ঘোষণা দিয়েছে আয়োজকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে প্রতি ম্যাচের জন্য ৬০ ডলারের টিকিট পাওয়া যাবে বলে মঙ্গলবার জানিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানায়, তারা ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ নামে নতুন একটি টিকিট ক্যাটাগরি তৈরি করেছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ মার্কিন ডলার এবং ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচের জন্যই এই দামে টিকিট থাকবে।
ফিফা বলছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো—'পুরো টুর্নামেন্টজুড়ে নিজেদের জাতীয় দলকে অনুসরণ করা ভ্রমণকারী সমর্থকদের আরও বেশি সহায়তা করা।” ফিফা জানিয়েছে, ৬০ ডলারের (প্রায় ৫১ ইউরো) টিকিটগুলো কেবলমাত্র বিশ্বকাপে খেলা দলগুলোর সমর্থকদের জন্য বরাদ্দ থাকবে এবং প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশনের টিকিট কোটা থেকে ১০ শতাংশ এই ক্যাটাগরিতে রাখা হবে।
গত সপ্তাহে ইউরোপভিত্তিক সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ বিশ্বকাপের টিকিটের দামকে 'চাঁদাবাজিমূলক' ও 'আকাশচুম্বী' বলে তীব্র সমালোচনা করেছিল। তাদের দাবি, ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
গত সপ্তাহে ফিফার প্রাথমিক টিকিট পরিকল্পনা প্রকাশের পর বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেখা যায়, অংশগ্রহণকারী দলগুলোর জন্য সর্বনিম্ন দামের টিকিট ক্যাটাগরিতে কোনো বরাদ্দই রাখা হয়নি, যদিও প্রতিটি দলের জন্য স্টেডিয়াম ধারণক্ষমতার ৮ শতাংশ টিকিট বরাদ্দ থাকার কথা।