Image description

বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়াই বলে কথা। স্বাগতিকরা দাপট তো দেখাবেই। বাস্তবে তেমনটাই হলো। আধিপত্য বিস্তার করে খেলে রাকিব হোসেনের গোলে জয় ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু তাতে যেন সন্তুষ্ট হতে পারছিল না বসুন্ধরা কিংস।

প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে ইনজুরি টাইমে জাল কাঁপিয়ে দেন দরিয়েলতন। তাতে জয়ের ব্যবধান বেড়ে যায় বসুন্ধরার। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আজ মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে কিংস। এ জয়ে বসুন্ধরার অপরাজিত থাকার যাত্রা বেড়ে গেল আরো এক ধাপ। এ নিয়ে লিগের চলতি মৌসুমে কিংস পেল টানা পাঁচ জয়।

 

অথচ লিগ মৌসুম শুরু করেছিল বসুন্ধরা ড্র দিয়ে। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৬ পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল তারা। দুইয়ে থাকা ফর্টিসের সংগ্রহ ১১ পয়েন্ট। হতাশা নিয়ে মাঠ ছাড়ার আগে আরো ধাক্কা খেয়েছে মোহামেডান। ইনজুরি টাইমে চতুর্থ মিনিটে লাল কার্ড দেখেছেন তাদের মিডফিল্ডার মোজাফফরভ মোজাফফর। অন্য ম্যাচে আরামবাগ ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আর ফর্টিস ১-০ গোলে ধরাশায়ী করেছে রহমতগঞ্জকে।