নির্বাচন তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডেমরা থানা বিএনপির নেতৃবৃন্দ।
তারা অভিযোগ করেন, চলমান নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সারাদেশে গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে এবং মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) মাগরিবের পর সারুলিয়া গরুর হাট এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ শেষে হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সারুলিয়া থেকে শুরু হয়ে বড়ভাঙ্গা হয়ে স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস.এম. রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান।
এছাড়া ডেমরা থানার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক রেজা চৌধুরী সেলিম বলেন, শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছাড়া কিছুই নয়। তিনি দাবি করেন, এই হামলার মাধ্যমে পরিবেশ নষ্ট করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
রেজা সেলিম অভিযোগ করেন, কয়েকদিন আগে সারুলিয়া গরুর হাট থেকে উদ্ধার হওয়া গ্রেনেড আমাদের উপর হামলার উদ্দেশ্যে রাখা হয়েছিল, যা প্রমাণ করে একটি সংঘবদ্ধ চক্র সুষ্ঠু পরিবেশকে অস্থিতিশীল করতে সক্রিয়।
তিনি বলেন, প্রশাসনের কিছু অংশের গাফিলতির কারণেই এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার ঘটছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণের নিরাপত্তা এবং ভোটের অধিকারের জন্য তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।