জয় দিয়ে সিরিজ শুরু করলেও ফিরতি ম্যাচেই মুদ্রার উল্টো পিঠটা দেখতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে। আজ চট্টগ্রামে শ্রীলঙ্কার যুবাদের কাছে ৬ উইকেটে হেরেছে।
তাতে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। অঘোষিত ফাইনাল হবে আগামী ১২ ডিসেম্বর।
লক্ষ্যটা আজ খুব একটা বড় দিতে পারেনি বাংলাদেশের যুবারা। ৪৬.৫ ওভার ব্যাটিং করে ১৯৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার জারিফ সিয়াম।
তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। জোড়া ফিফটিতে সহজ জয় পায় সফরকারীরা। হিরুন মাতেশার ৮০ রানের বিপরীতে কাঁটায় কাঁটায় ৫০ করেন আরোশা শিতুমিনার।