রানের বন্যা যেন দেখা গেল ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড় ও এইডেন মারক্রামের তিনটি সেঞ্চুরি সাজানো এই ম্যাচে শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা। ভারতের দেয়া ৩৫৯ রানের বিশাল লক্ষ্য ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে টপকে গেল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই রুদ্ধশ্বাস জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল।
বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের শহীদ ভির নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা (১৪) ও যশস্বী জাইসওয়াল (২২) দ্রুত আউট হলে ৬২ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ভারতীয় ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়। ১৫৬ বলে ১৯৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন এই দুই ব্যাটার।
রুতুরাজ গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রানের চমৎকার ইনিংস খেলে মার্কো ইয়ানসেনের শিকার হন। এটি ছিল ওয়ানডেতে তার প্রথম শতক। অন্যদিকে, কোহলি ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেলার পথে হাঁকান ওয়ানডেতে নিজের ৫৩তম সেঞ্চুরি (আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম)। তাদের বিদায়ের পর অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেললে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ পায়। প্রোটিয়াদের পক্ষে ইয়ানসেন ২টি উইকেট শিকার করেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি কক (৮) দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে টেম্বা বাভুমা ও এইডেন মারক্রাম ৯৬ বলে ১০১ রানের জুটি গড়েন। বাভুমা ৪৬ রান করে বিদায় নেয়ার পর মারক্রাম ও ম্যাথু ব্রিটজকে (৬৪ বলে ৬৮) মিলে দলকে জয়ের পথে রাখেন। মারক্রাম ৯৮ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ১০টি চার ও চারটি ছক্কা।
মারক্রামের বিদায়ের পর ব্রিটজকে ও ডেওয়াল্ড ব্রেভিস ৬৪ বলে ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ব্রেভিস ৩৪ বলে ৫৪ রানের টর্নেডো ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এরপর ব্রিটজকে ও ইয়ানসেন দ্রুত আউট হলে দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপে পড়ে যায়।
তবে শেষদিকে কেশব মহারাজ ও করবিন বশ ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নিতে থাকেন। জয়ের জন্য শেষ ওভারে ৩ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। প্রথম বলেই ২ রান নিয়ে স্কোর লেভেল করেন বশ। পরের বলেই চার মেরে দলের ৪ উইকেটের দারুণ জয় নিশ্চিত করেন তিনি। বশ মাত্র ১৫ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে আগামী শনিবার (৬ ডিসেম্বর) দুই দল মুখোমুখি হবে।