Image description

ক্রীড়াঙ্গনে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, ক্রিকেট কিংবা ফুটবল সবখানেই যেন ‘কুফা’ লেগেছে ম্যান ইন ব্লুদের। গত ৬ দিনে ৪টি ম্যাচে হেরেছে ভারত। যার মধ্যে বাংলাদেশের কাছেই হেরেছে দুই দুইবার।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম টেস্টে কলকাতায় সাড়ে তিন দিনেই হেরেছে শুভমান গিলের দল। নিজেদের পছন্দ মতো উইকেট বানিয়েও হার এড়ানো যায়নি। সেই সঙ্গে ৫৩ বছর পর নিজেদেরই লজ্জার নজির স্পর্শ করে ভারত। 

সাদা বলের ক্রিকেটে ভালো সময় পার করলেও লাল বলে যেন দিশাহীন। গত ১৩ মাসে নিজেদের মাটিতে মাত্র দু’টি টেস্ট জিতেছে ভারত। হেরেছে চারটিতে। গত ৫৩ বছরে কখনো এমনটা দেখা যায়নি। শেষ বার ১৯৬৯-১৯৭২ সালের মধ্যে এই নজির দেখা গিয়েছিল। ভারত ৬ টির মধ্যে ৪ টি টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে। তারপর থেকে দেশের মাটিতে ভারতকে বরাবরই অপ্রতিরোধ্য হিসাবে ধরা হতো। তা ভেঙে গিয়েছে গত বছর নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর থেকে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের দিনেই কাতারে চলমান রাইজিং স্টারস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় ভারত ‘এ’ দল। দাপট দেখিয়ে জিতেশ শর্মাদের কাছ থেকে ৮ উইকেটে জয় তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বিরা। অথচ সর্বশেষ এশিয়া কাপের এক আসরেই তিনবার পাকিস্তানকে হারিয়েছিল ভারত। 

ফুটবলেও খারাপ সময় পার করছে ভারত। ২২ বছর পর বাংলাদেশের কাছে হেরে গিয়েছে ম্যান ইন ব্লুরা। ২০০৩ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর রহমান মুন্নার গোলে ভারতকে ২-১ হারিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে আর কখনোই জিততে পারেনি তারা। এবার মোরসালিনের গোলে ২২ বছর পর সেই ডেডলক ভেঙেছে লাল-সবুজের দল। কয়েক দিনের ব্যবধানে ক্রিকেট-ফুটবল দুই খেলাতেই লজ্জার নজির গড়ে ভারত।

সর্বশেষ গতকাল (শুক্রবার) রাইজিং স্টারস এশিয়া কাপের শেষ চারের বহুল নাটকীয়তার ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯৪ রান তোলে। তাদের সমান ১৯৪ রান করে ভারত ম্যাচ টাই করে ফেলে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে আকবর আলিদের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

চারদিকে এত হারের ভিড়ে ভারতের স্বস্তি কেবল নারী কাবাডি বিশ্বকাপে। বাংলাদেশে চলমান টুর্নামেন্টটিতে ভালো অবস্থানে রয়েছে তারা।