Image description

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন তাইজুল ইসলাম। বিশাল কীর্তির ভাগীদার হলেও বাঁহাতি স্পিনার জানালেন, ক্যারিয়ারের শুরুতে এমন কোনো লক্ষ্য ছিল না তার। বরং জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করার প্রতিই মনোযোগী থাকেন তিনি।

শুক্রবার মিরপুর টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৬৫ রানে থামানোর পথে তাইজুল ছিলেন ছিলেন বল হাতে উজ্জ্বল। শেরে বাংলা স্টেডিয়ামে ৭৬ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। আইরিশদের শেষ ব্যাটার ম্যাথু হামফ্রিসকে সাজঘরে পাঠিয়ে সাকিবের পাশে বসেছেন তিনি। দুজনেরই নামের পাশে এখন রয়েছে সমান ২৪৬ উইকেট। সেজন্য বাঁহাতি অলরাউন্ডার সাকিবকে খেলতে হয়েছে ৭১ টেস্ট। আর ৫৭তম টেস্টেই তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তাইজুল। আইরিশদের দ্বিতীয় ইনিংস বাকি থাকায় চলতি টেস্টেই সাকিবকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় উঠতে পারেন তিনি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল বলেন, সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কথা কখনও ভাবেননি তিনি, 'আসলে প্রত্যেক খেলোয়াড়েরই একটা লক্ষ্য থাকে যে, আমি জাতীয় দলে খেলব। প্রথম লক্ষ্য এটা থাকে। কিন্তু জাতীয় দলে খেলার পর কতদূর যাব, হয়তো অনেকের লক্ষ্য থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে এরকম কোনো লক্ষ্য আমার ছিল না যে, আমি এখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। চেষ্টা করব যতদূর যেতে পারি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত।'

২০১৪ সালে অভিষেক হলেও এই সংস্করণে তাইজুল নিয়মিত হয়েছেন ২০১৭ সাল থেকে। সাকিবও ততদিনে শুরু করে দেন বেছে বেছে টেস্ট খেলা। স্পিন আক্রমণের মূল অস্ত্র হওয়ার এই সুযোগ লুফে নিতে ভুল করেননি তাইজুল। তবে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে পারফরম্যান্স, 'আসলে জিনিসটা এমন না। আপনি যখন জাতীয় খেলবেন, তখন আপনাকে পারফরম্যান্স সব সময় করতে হবে। এটা হচ্ছে পারফরম্যান্সের জায়গা।'

'সাকিব ভাই যতদিন ছিলেন, বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন। ব্যক্তিগতভাবে উনি অনেকদিন বিশ্বের এক নম্বর অবস্থানে ছিলেন (আইসিসি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে)। একটা মানুষ তো এক নম্বরে এমনি এমনি যেতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম দক্ষতা ছিল। আমরা চেষ্টা করেছি, ওই জিনিসগুলো তার কাছ থেকে নেওয়ার জন্য এবং আমাদেরকে উনি সব সময় পরামর্শ দিতেন। নিজের অভিজ্ঞতা থেকে উনি যতটুকু পেরেছেন আমাদের সঙ্গে আলোচনা করেছেন যে, আমরা কীভাবে এগোতে পারি,' যোগ করেন ৩৩ বছর বয়সী তারকা।

কত উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান জানতে চাওয়া হলে মুখে হাসি নিয়ে তাইজুল জবাব দেন, 'আমাকে যদি আল্লাহ ৭০০টা উইকেট দেয়, তাহলে আমি ৭০০টাই নিতে রাজি আছি।'

তৃতীয় দিন শেষে জয়ের ভিত গড়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৪৭৬ রানের সুবাদে ২১১ রানে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে ফলো অন না করিয়ে ফের ব্যাটিংয়ে নেমেছে তারা। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান। টাইগারদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭ রান।