বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত খেলা আট ম্যাচের সবকটি জিতে সবার আগে প্লে-অফের টিকিট কেটেছে দলটি। অথচ মাঠে থেকে দলের সঙ্গে এই দারুণ সময়টি ভাগ করে নিতে পারছেন না সৌম্য সরকার। ডিসেম্বরে পাওয়া চোটের কারণে এখনো মাঠের বাইরে রয়েছেন তিনি।
আশার কথা, আঙুলের চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য অনেকটাই তৈরি সৌম্য। ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছেন। চিকিৎসকদের সবুজসংকেত পেলে বিপিএলে মাঠে নামতে পারেন তিনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সৌম্য। রংপুরের হয়ে এখনো মাঠে নামতে না পারায় কষ্ট পাচ্ছেন জানিয়ে এই ক্রিকেটার বলেন, ‘যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। চোট ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল। খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল।’
দুই মাসের বেশি সময় খেলা থেকে দূরে আছেন সৌম্য। মাঠে ফেরার জন্য মানসিক প্রস্তুতি কেমন সেটা জানিয়ে এই ব্যাটার যোগ করেন, ‘পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে (মাঠে) তো আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য যত বেশি কঠিন অনুশীলন করতে পারব, মানসিকভাবে ততই ভালো হবে।’
বাংলাদেশ দল সবশেষ বিদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র এবং ওয়ানডে সিরিজে হেরে গেলেও টি-টোয়েন্টিতে চমক দেখায়। কুড়ি ওভারের ক্রিকেটে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সিরিজের প্রসঙ্গ আসতেই সৌম্য বুঝাতে চাইলেন ইতিবাচক মনোভাবের গুরুত্ব, ‘সবাই যদি বিশ্বাস করি আমরা পারি, তাহলে আমরা পারব। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে আমরা পারব! আগে থেকে নেতিবাচক কথা বললে তো হবে না। সিরিজের শুরু থেকে বলেছিলাম, আমরা যদি তিন বিভাগে ভালো করতে পারি, তাহলে যেকোনো দলের বিপক্ষে জিতবে পারব।’