Image description

লাল-সবুজ জার্সি গায়ে জড়াতেই বাংলাদেশে এসেছেন কিউবা মিচেল। হামজা চৌধুরী-শমিত সোমদের সেই স্বপ্ন পূরণ হলেও এখনো হয়নি তার। সেই অপেক্ষার অবসান হয়তো এবার হতে যাচ্ছে।

আজ প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন কিউবা।

তার সঙ্গে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেয়েছেন মোরশেদও। ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম চোট পাওয়ায় তাদের কপাল খুলেছে। কিউবার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে বলে জানিয়েছেন তপু বর্মণ ও হাভিয়ের কাবরেরা।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন ডিফেন্ডার তপু ও কোচ কাবরেরা।

কিউবা নিয়ে তপু বলেছেন, ‘নিশ্চিতভাবেই। কারণ আমরা সবাই জানি অতীতে সে কোন জায়গায় খেলেছে। তার সেই সক্ষমতা আমরা জানি যে আছে। তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে।
 
ডেফিনেটলি একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি, কারণ সামনে আমাদের আসলে ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ। তো অবশ্যই এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার।’

বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবার। কিংসের অধিনায়ক হওয়ায় তাই কাছ থেকেই সতীর্থকে দেখার সুযোগ হয়েছে তপুর। মিডফিল্ডারের শক্তির জায়গা নিয়ে তপু বলেছেন, ‘তার বল নিয়ে যাওয়া এবং শুটিং করা, সেটা কিন্তু সে সর্বশেষ ম্যাচে ফর্টিসের বিপক্ষে দেখিয়েছে।

 
ডেফিনেটলি এটা আমাদের টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট। যা আমাদের দরকার। আসলে গোল মাউথ এরিয়া এবং ডি-বক্সের বাইরে যে শুটিং টেন্ডেন্সি তার আছে, এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ সাইড এবং এটা থেকে আমরা গোল পেতেই পারি। প্র্যাকটিসেও সবসময় দেখা যায় যে শুটিং টেন্ডেন্সি তার অনেক এবং শুটিং প্র্যাকটিস করে। তার বল কন্ট্রোল, এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেটদের জন্য খুবই পজিটিভ ব্যাপার।’

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়াটা কিউবার জন্য বিশেষ এক সুযোগ বলে মনে করছেন কাবরেরা। বাংলাদেশি কোচ বলেছেন, ‘হ্যাঁ, কিউবা এবং মোরশেদ দলে যোগ দিয়েছে। আগেও অনেকবার বলেছি, তার (কিউবা) প্রতিভা সম্পর্কে খুব ভালোভাবে জানি। আমরা চেয়েছিলাম সে আরো কিছু ম্যাচ খেলুক। তাই এতদিন তাকে দলে নেওয়া হয়নি। তবে শেষ প্রস্তুতি ম্যাচে ইব্রাহিম ও রহমত দু’জনই চোট পেয়েছে। এরপর আমরা স্টাফদের সঙ্গে আলোচনা করেছি, সেরা বিকল্প কী হতে পারে। তখন আমরা সিদ্ধান্তে পৌঁছাই, যে দুজন খেলোয়াড়ের সম্ভাবনা নিয়ে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, তাদের সুযোগ দেওয়া যেতে পারে। সে কারণেই আমরা মোরশেদ এবং কিউবাকে ডেকেছি। এটা তাদের জন্য সুযোগ, বিশেষ করে কিউবার জন্য।’