Image description

বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে আসন্ন আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ দল নিয়ে আয়োজন করা হবে ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসর।

এর মধ্যে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, সিলেটের দায়িত্বে থাকবে ক্রিকেট উইথ সামি, আর ঢাকার মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টসের (রিমার্ক-হারল্যান)।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই পাঁচটা দল আমরা চূড়ান্ত করতে পেরেছি।

জানা গেছে,, প্রতিটি দলের সঙ্গে আলোচনা করে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত করবে বিসিবি। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা প্রদান করা হয়েছে। তবে আগামী বুধবার (৫ নভেম্বর) থেকে পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা না দিলে সংশ্লিষ্ট দল প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।

এবারের বিপিএল শুরু হওয়ার কথা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর।

বিপিএলে চূড়ান্ত ৫ দল হলো: রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম। শেষ পর্যন্ত বাদ গেছে কুমিল্লা, বরিশাল।