 
              হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে পাওয়ার প্লের মধ্যেই ওপেনার পারভেজ ইমনের উইকেট খুইয়ে বসেছে। তবু তানজিদ-লিটনের ব্যাটে এখন কিছুটা স্বস্তিতে দল। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট ৪০ রান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের শুরুটা অবশ্য মন্দ হয়নি। ৩ ওভারে বিনা উইকেটে ২২ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার। এর মধ্যে তৃতীয় ওভারে ব্যক্তিগত ১২ রানে জীবন পান তানজিদ তামিম। রোমারিও শেফার্ডের বলে লোপ্পা ক্যাচ ছাড়েন মিড অফে দাঁড়ানো হোল্ডার।
তবে পরের ওভারের প্রথম বলে সে ভুল করেননি ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো গুডাকেশ মোটি। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে টাইমিংয়ে গরমিল করেন অন্য ওপেনার ইমন। মোটি ক্যাচ হাতে জমালে ৯ রানেই সাজঘরের পথ ধরতে হয় তাকে।
পঞ্চম ওভারের তৃতীয় বলে আরও একবার জীবন পান তানজিদ। হোল্ডারের বল তার প্যাডে আঘাত হানলে আঙুল উঁচিয়ে দেন আম্পায়ার শরফুদ্দৌলা। কিন্তু তানজিদ রিভিউ নিলে দেখা যায়, বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ বলে ২৬ রানে ব্যাট করছেন তানজিদ। তিনে নামা অধিনায়ক লিটন দাসের রান ৬ বলে ৫।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 