Image description

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ।

একাদশে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব একাদশে নেই। তাদের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন।

এদিকে, একাদশে তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত অধিনায়ক শেই হোপের সঙ্গে নেই জেডেন সিলস ও শেরফান রাদারফোর্ড। খেলছেন আকিম ওগিস, গুডাকেশ মোটি ও আমির জাঙ্গু। হোপের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রোস্টন চেইস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানেজ, রোস্টন চেইস (অধিনায়ক), আমির জাঙ্গু, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম ওগিস, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড।