 
              বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি জুয়ার বিজ্ঞাপনে দেখে, তার প্রতি খোলা চিঠি লিখেছেন ১৩ বছর বয়সী বাংলাদেশি অধিকারকর্মী ও জলবায়ু আন্দোলনকারী ফাতিহা আয়াত।
তিনি বলেন, এই দেশের কোটি তরুণের মনের ভেতর আপনি ছিলেন এক সোনালি স্বপ্নের নাম। কিন্তু, সেই স্বপ্ন আজ বড় ভাঙাচোরা লাগে। আবারও আপনি জুয়ার বিজ্ঞাপনে! দয়া করে, আপনি আবারও নিজের অবস্থান নিয়ে ভাবুন। এই জুয়ার বিজ্ঞাপনগুলো থেকে নিজেকে সরিয়ে নিন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে একটি খোলা চিঠি লেখেন তিনি। এ চিঠিতেই তাকে এসব মন্তব্য করতে দেখা যায়।
ফেসবুক স্ট্যাটাসে ফাতিহা আয়াত লেখেন, প্রিয় সাকিব আল হাসান, আপনার আর একটা নতুন জুয়ার বিজ্ঞাপন চোখে পড়ল। আমি বিশ্বাস করি, বাংলাদেশের লাখো কিশোর আপনাকে ভালবেসেছিল অন্ধের মতো, প্রশ্নাতীতভাবে। এই দেশের কোটি তরুণের মনের ভেতর আপনি ছিলেন এক সোনালি স্বপ্নের নাম। কিন্তু, সেই স্বপ্ন আজ বড় ভাঙাচোরা লাগে। আবারও আপনি জুয়ার বিজ্ঞাপনে! সেই একই পথ, সেই একই অজুহাত - ‘চুক্তি’, ‘বাণিজ্য’, ‘ব্র্যান্ড’। কিন্তু আপনি জানেন সাকিব, জুয়া কেবল একটা ব্যবসা নয়। এটা এক নেশা, এক ফাঁদ, এক অন্ধকার।
.jpg) 
তিনি লেখেন, বাংলাদেশের যে তরুণরা আপনাকে আজও ভালোবাসে, তাদের অনেকেই আজ অনলাইনে জুয়ায় ডুবে যাচ্ছে। তারা ভাবে, “সাকিব করছে, তাহলে এটা খারাপ কীভাবে?” অথচ আপনি জানেন, এই পথের শেষ নেই। একবার ঢুকে গেলে মানুষ হারায় তার শিক্ষা, তার ভবিষ্যৎ, তার পরিবার পর্যন্ত।
ফাতিহা আরও লেখেন, আপনি এই মাটির সন্তান। দয়া করে, আপনি আবারও নিজের অবস্থান নিয়ে ভাবুন। এই জুয়ার বিজ্ঞাপনগুলো থেকে নিজেকে সরিয়ে নিন। এগুলোতে আপনার এক সেকেন্ডের হাসি কারো জীবনের বছর কেড়ে নিতে পারে।
 
অনুরোধ জানিয়ে ফাতিহা আরও লেখেন, আপনি যদি বলেন, “না, আমি থাকবো না এই ধ্বংসের পথে”—তাহলে কোটি তরুণ সেই সাহস শিখবে। আপনি যদি বলেন—“আমি জুয়ার বিরুদ্ধে”—তাহলে এক প্রজন্ম বদলে যাবে। তাই অনুরোধ, আপনি বদলান। কষ্টভরা অনুযোগ সহ, ফাতিহা আয়াত, যে এখনো বিশ্বাস করে- আপনি চাইলে বাংলাদেশ জিততে পারে, মাঠেও, সমাজেও।
তাছাড়াও ফাতিহা আয়াত তার স্ট্যাটাসে জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে উদ্দেশ্য করে ফাতিহা লেখেন, প্রিয় শিল্পী আসিফ আকবর আংকেল, আমি জানি মাদকের মতোই আপনিও জুয়ার বিরুদ্ধে সোচ্চার। আপনার ভাষ্য মতে, আগামী ১০০ বছরে যে মানুষটি বাংলাদেশে আর আসবে না, তাকে জুয়ার প্রচারণায় দেখে আপনার যে নিশ্চিতভাবেই ভালো লাগছে না, সেটাও আমাদের জানাবেন। প্লিজ।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 