Image description

একপ্রান্ত আগলে রেখেই রানের চাকা সচল রেখেছিলেন শাই হোপ। সময় নিয়ে উইকেটে থিতু হয়েই টাইগার বোলাদের ওপর চড়াও হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা রভম্যান পাওয়েল। শেষদিকে তিনিও দুর্দান্ত এক ক্যামিও খেলেন। ইনিংসের শেষ ওভারে তানজিম টানা তিনটি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটার। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক শাই হোপ।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে ইনিংস শুরু করেন ক্যারিবীয় দুই ওপেনার অ্যালিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে ৩৫ রান তুলে ফেলে সফরকারীরা।

পাওয়ার প্লের পর আক্রমণে আসেন রিশাদ হোসেন। এ যাত্রায় চার-ছক্কায় তার ওপর তাণ্ডব চালান কিং-আথানেজ। এতে ইনিংসের অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পেরিয়ে যায় সফরকারীরা। এরপরই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন রিশাদ। আথানেজকে ব্যক্তিগত ৩৪ রানে বোল্ড করেন এই লেগি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক শাই হোপের সঙ্গে জুটি বেঁধেছিলেন ব্র্যান্ডন কিং। তবে ৩৬ বলে ৩৩ রান করা কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন। এই পেসারের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ তুলে দেন কিং। পরের বলেই তাসকিনের আগুনে বোলিংয়ে ধরাশায়ী রাদারফোর্ড। তাসকিনের বল রাদারফোর্ডের ব্যাটের কানায় লেগে টপ-এজ হয়, আর সেই ক্যাচ অনায়াসে লুফে নেন লিটন। রানের খাতাই খুলতে পারেননি শেরফান রাদারফোর্ড।

দলীয় ৮২ রানে ৩ উইকেট হারানো দলটিকে বাকিটা সময় পথ দেখান শাই হোপ ও রোভম্যান পাওয়েল। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দেড় শ ছাড়িয়ে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় সফরকারীরা। শেষমেশ পাওয়েল ৪৪ এবং হোপ ৪৬ রানে অপরাজিত  থাকেন।