Image description

গতকাল (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট শিকারের রেকর্ড গড়েন রিশাদ হোসেন। তার রেকর্ড গড়া বোলিংয়ে ২০৭ রান করেও ৭৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় স্পিনার রিশাদ সাফল্য পাওয়ায়; সিরিজের শেষ দুই ওয়ানডের দলে ফেরানো হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। তার মানে রিশাদের রেকর্ডময় ইনিংসে ভাগ্য খুলে গেল নাসুমের।

প্রথম ম্যাচে মিরপুরে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। পরের দুই ম্যাচেও একই ধরনের উইকেট হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এ কারণেই স্পিনে শক্তি বাড়াতে নাসুমকে স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে।

গতকালকের আগে ১২ ম্যাচে খেলে ১১টিতে হেরে যায় বাংলাদেশ। যে কারণে ওয়ানডে র‌্যাংকিংয়ে নয় নম্বর পজিশন থেকে ১০–এ নেমে ২০২৭ সালের বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পড়েছে টাইগাররা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের মার্চের মধ্যে নয় নম্বর পজিশনে থাকতে হবে বাংলাদেশকে।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।