
জামায়াতে ইসলামীর প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) আন্দোলন রাজনৈতিক ধোঁকা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কনসেনসাস কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জাতীয় সংলাপকে জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠন থেকে দূরে সরিয়ে দেওয়া।
রবিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ভোটের প্রাপ্যতার ভিত্তিতে একটি উচ্চকক্ষে প্রোপোরশনাল প্রতিনিধি স্থাপনের মূল সংস্কারের দাবিটি সংবিধানগত সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। তবে জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডাকে দখল করে এটিকে শুধুমাত্র প্রযুক্তিগত PR ইস্যুতে সীমাবদ্ধ রাখে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটি ব্যবহার করে। তাদের লক্ষ্য কখনোই প্রকৃত সংস্কার নয়, বরং রাজনৈতিক ম্যানিপুলেশন
নাহিদের অভিযোগ, ‘কনসেনসাস কমিশনে হঠাৎ তাদের সংস্কারের প্রতি সমর্থন রাজনৈতিক নীতির প্রকাশ নয়; বরং এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ, যার মাধ্যমে সংস্কারের মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক নাশকতা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তিকে বিশ্বাস করবে না। তারা আর কখনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না। মহান সৃষ্টিকর্তাও তা হতে দেবেন না।’