Image description

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭.১২ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ও। তাদের কেউ সফল হয়েছেন, কেউবা ব্যর্থ।

ফলপ্রকাশের দিনে স্মরণ করা যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের এইচএসসি পরীক্ষার সময়ের একটি বিরল সিদ্ধান্ত, যা এখনো ক্রিকেটপ্রেমীদের আলোচনায় থাকে। প্রায় ১৭ বছর আগে, ২০০৮ সালে, তরুণ সাকিব তখন জাতীয় দলের নিয়মিত সদস্য। সে সময় তিনি এশিয়া কাপে খেলার সুযোগ থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছিলেন। এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটে ছিল নজিরবিহীন। 

এর আগে ওই বছরের এপ্রিলে সাকিব বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিলেন। দেশে ফিরে তিনি জাতীয় দল থেকে ছুটি নেন এবং মন দেন পরীক্ষার প্রস্তুতিতে। মাত্র দেড় মাস সময় নিয়ে পড়াশোনা করে মে মাসের শেষ দিকে বসেন এইচএসসি পরীক্ষায়।

এ সময়টিতে ঘরের মাঠে অনুষ্ঠিত কিটপ্লাই কাপে এবং পরবর্তী এশিয়া কাপে সাকিবকে ছাড়াই খেলেছিল বাংলাদেশ দল। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছিলেন তরুণ ব্যাটার মুশফিকুর রহিম। পরে ফল প্রকাশের পর দেখা যায়, সাকিব ৩.৯০ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। খেলাধুলার পাশাপাশি পড়াশোনার প্রতি তার এই দায়বদ্ধতা পরবর্তীকালে অনেক তরুণের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে।