
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৪টার দিকে ঘোষিত হয় এ ফলাফল।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৬৫০ ভোট পেয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। এ হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ১৭০ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬০০। শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ২৮৩ ভোট।
এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির ৩৮৪ পেয়ে এগিয়ে আছেন। একই পদে ছাত্রদলের সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩১৭ ভোট।