মুলতান। ২০০৩।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের চিরদুঃখের এক ম্যাচই হয়ে আছে ২০০৩ সালের মুলতান টেস্টটা। অতিমানবীয় এক ইনিংস খেলে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলেন ইনজামাম-উল-হক। ২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৪ রানে সপ্তম ও ২০৫ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এমন পরিস্থিতিতে প্রথমে সাব্বির আহমেদ, পরে উমর গুল ও ইয়াসির আলীকে নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন মুছে দেন ইনজামাম।
২২ বছর পর কেন আবার হৃদয় খুঁড়ে সেই বেদনা জাগিয়ে তোলা! এমন প্রশ্ন করতেই পারেন। সেই ম্যাচে হওয়া একটি রেকর্ড যে আজ ভেঙে গেল। পাকিস্তানের মাটিতে টেস্টে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড ভাঙল আজ সেই মুলতানেই। কাকতালের শেষ এখানেই নয়, ২০০৩ সালে রেকর্ডটা হয়েছিল ম্যাচের দ্বিতীয় দিনে। আজ আরেকটি মুলতান টেস্টের দ্বিতীয় দিনেই ভাঙল সেই রেকর্ড।
২০০৩ সালে মুলতান টেস্টের দ্বিতীয় দিনের বাংলাদেশ ও পাকিস্তান মিলে হারিয়েছিল ১৮ উইকেট। আজ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দ্বিতীয় পড়ল ১৯ উইকেট। ১৯ উইকেটের ৯টি পাকিস্তানের, ওয়েস্ট ইন্ডিজের বাকি ১০টি। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট ২৩০ রানে। দলটি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে করেছে ১০৯ রান।
দিনের ১৯টি উইকেটের ১৭টিই গেছে স্পিনারদের দখলে। দুই ইনিংসে পাকিস্তানের দুই ব্যাটসম্যান হয়েছেন রানআউট।
এক দিনে ১৯ উইকেট পড়েই রেকর্ড হলো পাকিস্তানে। বিশ্ব রেকর্ডের ধারেকাছেও নেই সংখ্যাটা। এক দিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার তালিকায় মুলতানের আজকের দিনটা আছে ৩৭ নম্বরে।
টেস্টে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ড ২৭। ১৮৮৮ সালে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মিলে হারিয়েছিল ২৭ উইকেট। রেকর্ডের দুইয়েও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ১৯০২ সালে মেলবোর্ন টেস্টের প্রথম দিন সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়াই হারায় ২৫ উইকেট।
বাংলাদেশের মাটিতে এক দিনে সবচেয়ে বেশি উইকেট পড়েছে ১৮টি। ২০০৩ সালেই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিনে।