Image description

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদেরর পূর্বঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি এখনই হচ্ছে না বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা দেন তিনি। 

আজিজী বলেছেন, আমরা ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি প্রত্যাহার করছি না, তবে তা এখনই হচ্ছে না। প্রশাসন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আমাদেরকে লং মার্চ কর্মসূচি না করার জন্য আহবান জানিয়েছেন। 

তিনি আরও বলেন, মন্ত্রণালয় প্রজ্ঞাপন আজ বা কাল যখন খুশি দিতে পারে। তবে তারা যদি মিডিয়ার সামনে ব্রিফ করে যে তারা আমাদের তিনটি দাবি মেনে নিয়েছেন তাহলে আমরা সচিবালয়ের দিকে যাব না। 

এদিকে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। অনেক হিসেবও করা হচ্ছে। আশা করছি, দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।

এর আগে, সোমবার (১৩ অক্টবর) বিকেলে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করে আজিজী বলেন, সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চসহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।