Image description
 

বিসিবির চেয়ারে বসে ফারুক আহমেদ দেশি কোচদের নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন। দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ করে সেই বার্তার বাস্তবায়ন করেছে দেশের ক্রিকেট সর্বোচ্চ সংস্থা। বর্তমানে দেশের ক্রিকেট দেশীয় কোচদের হাত ধরে হাঁটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই ইঙ্গিতের শুরুটা হয়েছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। 

এই পালে বড়সড় হাওয়া দিলেন নিক পোথাস। গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, পারিবারিক কারণে জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। তার আগেই পোথাস চাকরি ছাড়লেন। মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পরে উইন্ডিজ সফরে দেখা যায়নি ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে। তার বদলে দায়িত্ব সামলিয়েছেন সালাউদ্দিন। 

ঐ সফরের সময়েই দায়িত্ব ছাড়ার কথা বলেছিলেন পোথাস। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব ছাড়লেন বৈশ্বিক আসর সামনে রেখে। এবার প্রধান কোচ হিসেবে ফিল সিমন্স চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো কিছু করতে না পারলে, তার সঙ্গেও হয়তো চুক্তি বাড়াবে না বিসিবি। তখন জাতীয় দলের সর্বেসর্বা হিসেবে দেশীয় কোচদের দেখা যেতে পারে। এই মুহূর্তে রাজিন সালেহ, সোহেল ইসলামরাও রয়েছেন বিসিবির নজরদারিতে। পোথাস যে পথ দেখিয়ে গেলেন, এই পথে আরও অনেক পথিকের আসা-যাওয়ার সম্ভাবনাই এখন দেখা যাচ্ছে।

ইত্তেফাক