
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাস্তবতা হচ্ছে বিসিবির সভাপতির পদের জন্য কোনো বেতন নেই। তাই প্রশ্ন উঠেছে, তাহলে বুলবুলের সংসার চলছে কীভাবে?
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়টি খোলাসা করেছেন বুলবুল। বলেছেন, ‘ফুলটাইম ক্রিকেটকে দিচ্ছি। একটা জমি ছিল আশুলিয়াতে সেটা বিক্রি করে চলছি।’
কিন্তু জমি বিক্রির টাকায় আর কতদিন? বেঁচে থাকতে হলে তো একটা নির্দিষ্ট উপার্জনের পথ থাকতে হবে। বুলবুলের ভাষ্য, ‘না খেয়ে থাকলে কি আর করা, আপনি খাওয়াই দিয়েন (হাসি)! কিছু একটা তো করতে হবে। এমন কিছু হয়তো এখনই চিন্তা করছি না কী করব।’
এরপর যোগ করলেন, ‘একটা সময় ব্যবসা করতাম। তিন-চার মাসের মত করেছি। মোবাইল টাওয়ারে স্টিল ওয়ার্কসে কাজ করতাম, ভালো চলত। এরপর আবাহনীর কোচিংয়ে আসার পর ছেড়ে দিয়েছি।’
খেলোয়াড়ি জীবনে মোহামেডানের কাছে টাকা পেতেন বুলবুল। সেটা স্মরণ করিয়ে দিয়ে মজা করে বললেন, ‘মোহামেডান ক্লাবের কাছে পাই ২ লাখ ৪০ হাজার টাকা। এখনো ক্লাবে টাকা চাইতে গেলে লাঞ্চ খেয়ে চলে আসি! ওদের পরিবেশটা অসাধারণ।’
এদিকে গত ৬ অক্টোবরের বিসিবির নির্বাচনকে ‘নোংরামি’ আখ্যা দেন তামিম ইকবাল। নির্বাচন বয়কট করেন ২০ জনের মতো কাউন্সিলর। তবে ‘নোংরামি’ শব্দটি নিয়ে আপত্তি রয়েছে বুলবুলের, ‘নোংরামি শব্দটা মেনে নিতে পারছি না। কারণ নির্বাচনে যা কিছু হয়েছে সবকিছু গঠনতন্ত্র মেনে।’