
অবিশ্বাস্য একটা পয়েন্ট ধরা দিতে দিতেও দিলো না। এক মিনিটের ঝড়ে সে স্বপ্নটা ছিনতাই হয়ে গেল হংকংয়ের বিপক্ষে। ৪-৩ গোলে হারের সে দুঃস্বপ্ন এক পাশে রেখে সামনে তাকানোর সময় এখন। আর ৩ দিন পরই যে বাংলাদেশের প্রতিপক্ষ আবার এই হংকংই! ফিরতি লড়াইয়ে বদলাটা নিতে আজ দুপুরে দেশ ছেড়েছেন হামজা চৌধুরীরা।
দেশ ছাড়ার আগে শুক্রবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইউসিবি লাউঞ্জে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। বাংলাদেশের জাতীয় ফুটবল দল তখন বোর্ডিংয়ের অপেক্ষায়, গন্তব্য হংকং, চায়না। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগ হবে সেখানে।
একদিন আগেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চে ভরা এক ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচটি ছিল নানা চড়াই উতরাইয়ে ভরা, আশার আলো জ্বেলে শেষ পর্যন্ত কষ্টের হার মেনে নিতে হয়েছে দলকে।
তবে বিমানবন্দরে অবশ্য সে আবেগের দেখা মিলল না। খেলোয়াড়দের দেখা মিলল শান্ত চেহারায়। কেউ হেডফোন কানে দিয়ে নিজের জগতে, কেউবা ফোনে স্ক্রল করছেন চুপচাপ। আবার কেউ কেউ কফির কাপ হাতে গল্প করছেন।
বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতেই গোল করে দলকে জ্বালিয়ে দিয়েছিলেন হামজা চৌধুরি। লাউঞ্জে বসে তাকেও দেখা গেল হালকা হাসিতে। আরেক পাশে ছিলেন শমিত সোম ও জামাল ভূঁইয়া। সবার চোখ মুখ শান্ত হলেও ভেতরে যে আগের দিনের হারের স্মৃতি ঘুরপাক খাচ্ছে, তা আর বলতে!
আগামী ১৪ অক্টোবর কাওলুনের কাই তাক স্পোর্টস পার্কে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। জাতীয় স্টেডিয়ামের রোমাঞ্চকর হারটাকে হামজা-শমিত-জামালরা নিশ্চয়ই সেদিন জয়ে রূপ দিতে চাইবেন!