
ভালো নেই ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনেতা এখন লন্ডনে চিকিৎসাধীন; নিচ্ছেন রেডিওথেরাপি।
সম্প্রতি নায়কের জামাতা আরিফুল ইসলাম গণমাধ্যমে জানান, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে তাদের বাসায় আছেন। বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যাকে টার্গেট থেরাপি বলা হয়। পাশাপাশি তিনি ওরাল কেমোথেরাপিও নিচ্ছেন। এই চিকিৎসা চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।’
তিনি আরও জানান, রেডিওথেরাপি শেষ হওয়ার এক মাস পরই তার শারীরিক অবস্থা বোঝা যাবে। আপাতত চিকিৎসা নিয়মিতভাবে চলছে; তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ এখনও ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন বিশেষ ভূমিকা।