
বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরাইলের হাত থেকে মুক্তি পেয়েছেন। নিরাপদে তুরস্কে পৌঁছেছেন। সেখানে পৌঁছে তিনি দাবি করেছেন, এখনই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে শহিদুল আলম লেখেন, ধন্যবাদ, ড. ইউনূস! এবং জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার বার্তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আরো লেখেন, এখনই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে; পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার ইসরাইল থেকে ফেরার পর বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরাইল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।