Image description
 
 

সবশেষ বিসিবি নির্বাচনে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। ইচ্ছা ছিল বিসিবি সভাপতির পদে আসার। যদিও শেষ পর্যন্ত নির্বাচনের আগেই নিজেকে সরিয়ে নেন তিনি। তার সঙ্গে সরে যান ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও। তবে সেই তামিম এবার জানালেন, তিনি একা নির্বাচনে থাকলেও সহজেই পাস করে যেতেন।

 

আজ ঢাকার ক্রিকেট থেকে সরে গেছে ৪৮টি ক্লাব। সে সংবাদ সম্মেলনে হাজির ছিলেন তামিম নিজেও। সেখানেই তিনি জানান, একা নির্বাচন করলেও নাকি পাস করে যেতেন তিনি। 

তামিম বলেন, ‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র হিসেবেও যদি দাঁড়াতাম আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি সহজে পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আপনি কি মনে করেন ১৫ ক্লাব থাকুক আর না থাকুক আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য (নির্বাচনের) বাস ধরা না ধরা কোনো অপশন ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া।’

তবে তামিম নির্বাচন থেকে বেরিয়ে আসা ও ঢাকার ক্রিকেট থেকে সরে যাওয়া ক্লাব সংগঠকদের প্রতিও একটা আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে যেন কোনো কারণেই নিজেদের অবস্থান বদলে না ফেলেন তাদের কেউ, সেই আহবান জানিয়েছেন তিনি। 

তার কথা, ‘কিছু অলিখিত রুলস থাকে, আমি সেগুলো ভাঙতে চাই না। সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই তো আমরা বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’