তারকাখ্যাতি কিংবা কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে তুলনা কে না চান? আবার সেই কিংবদন্তি ফুটবলার যদি লিওনেল মেসি হন তাহলে আনন্দটা দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু এসবের কোনোটাই হয়নি হামজা চৌধুরীর।
উল্টো বিনয়ের সুরে হামজা জানিয়ে দিলেন অবশ্যই আমি মেসি নই। আর্জেন্টিনার তো অবশ্যই ফুটবল জাদুকর যেকোনো ক্লাবের মধ্যমণি।
তেমনি বাংলাদেশের বিবেচনায় হামজাকেও অনেকে জাতীয় দলের প্রাণভোমরা মানেন। তাই তো লেস্টার সিটির মিডফিল্ডারকে ‘বাংলাদেশের মেসি’ বলে অনেকে সম্বোধন করেন।
তবে এই তকমা গায়ে মাখতে চান না হামজা। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে নিজের মুখেই জানিয়েছেন তিনি।
মিডফিল্ডার বলেছেন, ‘অবশ্যই না (দলের মেসি নই আমি)। দিন শেষে ফুটবল দলীয় খেলা। মনে করি, যদি মেসিও বাংলাদেশ দলে খেলতেন, তার পরও সঠিক ট্যাকটিকস খুঁজে পাওয়া ও টিম স্পিরিট তৈরি করতে আমাদের বেগ পোহাতে হতো।’
আগামী ৯ অক্টোবর হংকং চায়নাকে দলগতভাবে হারানোর ডাক দিয়েছেন হামজা।
ঐক্যের আহ্বান জানিয়ে ২৮ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘ফুটবল কখনোই একজন খেলোয়াড়ের নয়। বিশেষ করে, আমার ক্ষেত্রে তো নয়ই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইনশাল্লাহ, জাতি হিসেবে আমরা সফল হব।’