
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন ভোট গণনার কাজ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এবারের বিসিবি নির্বাচন ঘিরে কম নাটক হয়নি। তামিম ইকবালসহ বেশ কয়েকজন পরিচিত ক্লাব সংগঠক নির্বাচন বর্জন করেছেন। এদিকে ‘বিতর্কিত’ ১৫ ক্লাব শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভোটাধিকার ফিরে পায়।
এদিকে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আধা ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তামিম। সেখানে তিনি লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’
তবে ভোট দেওয়ার আবেদন করেছিলেন জানিয়ে তামিম যোগ করেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’
প্রসঙ্গত, শুরুতে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও পরে ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম।