
নানা নাটকীয়তা, অভিযোগ আর উত্তেজনার আবহে চলমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অন্যতম আলোচিত চরিত্র সাবেক সভাপতি ফারুক আহমেদ। কয়েকমাস আগে পরিচালক পদ থেকে অপসারিত হওয়ার পর নানা বিতর্ক সঙ্গী করে আবারও নির্বাচনের মাঠে ফেরেন এই সংগঠক। ভোটের দিনে এসে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন এবং নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী বলে জানালেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ফারুক আহমেদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ফিরতে পেরে ভালো লাগছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো এবং সুষ্ঠু একটি ভোট হবে বলেই প্রত্যাশা করছি। আমি আমার জয় নিয়ে আশাবাদী।’
বিসিবি নির্বাচনের একেবারে শুরু থেকেই ফারুক আহমেদ ছিলেন আলোচনার কেন্দ্রে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত পরিচালক পদ থেকে অপসারিত হওয়া, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া এবং বোর্ডের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে তিনি সংবাদের শিরোনামে ছিলেন। কয়েকমাস পরই তার নির্বাচনে ফেরার সিদ্ধান্তকে অনেকেই ‘রহস্যময়’ বলে আখ্যা দিয়েছেন।
বিশেষ করে, তামিম ইকবালসহ হেভিওয়েট প্রার্থীদের একটি বড় অংশ সরে দাঁড়ানোয় ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) ফারুক আহমেদের অবস্থান বেশ শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। বোর্ডের ২৫ জন পরিচালকের মধ্যে ১২ জনই এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হন।