
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। তাদের এমন পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকায় এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ের্স।
এবি ডি ভিলিয়ের্স তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘ভারতীয় দল আসলে যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন, তাকে নিয়ে খুশি ছিল না। কিন্তু আমি মনে করি, খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা।
অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। এশিয়া কাপেও সেটির ছাপ পড়েছে একাধিক ঘটনায়। গ্রুপ পর্বের করমর্দন বিতর্ক থেকে শুরু করে ফাইনালে ট্রফি নিতে অস্বীকৃতির ঘটনাও সেই রাজনৈতিক টানাপড়েনের প্রতিফলন।
তবে বিতর্কের বাইরে ভারতীয় দলের ক্রিকেটীয় পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন ডি ভিলিয়ের্স। তিনি বলেন, ‘ভারত অসাধারণ ফর্মে আছে।
অপরাজিত থেকে শিরোপা জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে অপেক্ষা করছে আরেক চ্যালেঞ্জ। এ মাসের শেষদিকে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এবারের দুর্দান্ত ফর্ম ধরে রেখে সিরিজেও সফল হতে চায় সূর্যকুমার যাদবের দল।