
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নাটকীয়তা জমে উঠেছে রীতিমতো। বুধবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী প্রার্থীদের অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মনোনয়ন প্রত্যাহার করে।
তামিম তো দাবিই করে বসেছেন, এই নির্বাচন নাকি বিসিবির ইতিহাসে কালো অধ্যায় রচনা করেছে। তারই প্রতিবাদস্বরূপ সরে দাঁড়িয়েছেন সবাই। তবে তাদের এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি আবার পালটা অভিযোগ এনেছেন, বিসিবি নির্বাচন নিয়ে নাকি ভারতের কাছেও অভিযোগ করেছেন কেউ। অজ্ঞাত সেই ব্যক্তি ফোনকলে বিরাট কোহলিকে জানিয়েছেন তার অভিযোগ। কোহলি নাকি সেটা জানিয়েছেন গৌতম গম্ভীরসহ আরও অনেকের কাছে।
ক্রীড়া উপদেষ্টা গতকাল যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।’
পাপন যুগের মতো নির্বাচন হচ্ছে বিসিবিতে, এমন অভিযোগও এসেছে। তবে সেটাও উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোন নেতা আসতো বা বড় কোন নেতার ছেলেরা আসতো, যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোন সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন?’
নির্বাচনে এখন যারা আছেন, তাদের সবাই ক্রীড়া সংগঠক, বলেন আসিফ মাহমুদ। প্রসঙ্গত উঠে আসে আবদুর রাজ্জাক রাজের কথা। তার সম্পর্কে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। আমি ওনার সাথে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন।’