বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার ঘাঁটি গড়েছে বন্দরনগরী চট্টগ্রামে। ঢাকা থেকে সিলেট হয়ে এবার সাগরিকা মাতাবে টুর্নামেন্টটি। সিলেট পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হবে মাঠের লড়াই।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা দেড়টায় মাঠে গড়াবে দিনের প্রথম ম্যাচ। যেখানে টেবিলের পয়েন্ট টেবিলের তিনে থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ আসরে মাত্র একটি জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস। টানা ছয় হারের পর রাজশাহীর বিপক্ষে রেকর্ড জয়ে সিলেট পর্ব শেষ করে লিটন-তানজিদরা। বিপরীতে পাঁচ ম্যাচে তিন জয়ের বিপরীতে দুই হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তামিম ইকবালের দল।
সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সকে আতিথ্য দেবে টেবিলের দুইয়ে থাকা চিটাগং কিংস। টানা তিন জয়ে দারুণ ছন্দে রয়েছে বন্দর নগরীর দলটি। আসরে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশন শামীম-ইমনদের সামনে। বিপরীতে পাঁচ ম্যাচে দুই জয়ে টেবিলের চারে খুলনা টাইগার্স।