Image description

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছিল। শুরুর দুই ওভার তো রানই পায়নি লিটন দাসের দল। শেষমেশ যদিও জাকের আলী আর শামীম পাটোয়ারীর কল্যাণে ১৩৯ রান করেছে, তবে টি-টোয়েন্টির বিচারে তো বটেই, সে উইকেটের পরিস্থিতি বিবেচনাতেও রানটা ছিল বড্ড কম।

সেই ম্যাচের দুই দিন না পেরোতে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল হংকং চায়না। তবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ১৪ ধাপ পিছিয়ে থাকা দলটা লঙ্কান বোলারদের সামলাল বাংলাদেশের চেয়েও ভালোভাবে। বাংলাদেশ পুরো পাওয়ারপ্লেতে যে রান তুলতে পারেনি, সে রান হংকং তুলে ফেলেছিল ৩ ওভারেই। ইনিংসও শেষ করেছে বাংলাদেশের চেয়ে বেশি রান তুলে। সেদিন বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৩৯ রান। আজ হংকং ২০ ওভার শেষে করেছে ১৪৯ রান, তাও মাত্র ৪ উইকেট খুইয়ে।

বিস্তারিত আসছে...