Image description
 
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শিক্ষার্থী শাহেদ হ*ত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। যদি এই সময়ের মধ্যে হত্যাকারী পিতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তবে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে সবার অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর নিজ মাকে বাঁচাতে গিয়ে সিএসই ডিপার্টমেন্টের ৫৪ ব্যাচের শিক্ষার্থী মো. শাহেদ (২৪) তার পিতা নুরুজ্জামানের ছুরি*কাঘা*তে নি*হত হন।