
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদ গানম্যান নিয়ে চলতেন। এ নিয়ে অনেকে সমালোচনা করেছেন। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তিনি বিসিবির সবচেয়ে গরিব সভাপতি। বোর্ড সভাপতি হিসাবে তিন মাস না যেতেই তারও এখন গানম্যান লাগছে। আমিনুলের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বোর্ড।
বিসিবির নির্বাচন ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। ফোনে তাকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ভয় দেখানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিসিবি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পাশাপাশি সভাপতির নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি দেন। তাতে উল্লেখ করা হয়, আমিনুল ইসলামকে নিয়মিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হয়, ফলে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা এখন অত্যন্ত জরুরি।
অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নির্বাচনে আমিনুল ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর কোটা থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাকে চাপ দেওয়ার গুঞ্জন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিসিবির নির্বাচন ও সভাপতি প্রার্থী হিসাবে তামিম ইকবাল ও আমিনুল ইসলামের নাম শোনা যাচ্ছে।