
মার্ক-আন্দ্রে টের স্টেগেন চোট নিয়ে অনেক দিন ধরেই মাঠের লড়াইয়ে দর্শক হয়ে আছেন। লা লিগার নিয়ম মেনে বার্সেলোনার পরিকল্পনা করেছিল এ জার্মান গোলরক্ষকের বদলি হিসেবে নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করতে।
কিন্তু টের স্টেগেন তাতে রাজি হননি। নিজের চিকিৎসা-সংক্রান্ত কোনো তথ্যই লা লিগার কর্তৃপক্ষের কাছে দিতে রাজি হননি। যে কারণে গার্সিয়াকে বার্সা নিবন্ধন করতে পারেনি। সেজন্য টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কাতালান জায়ান্ট ক্লাবটি। দলের নেতৃত্ব থেকে ক্লাবটি সরিয়ে দিয়েছে টের স্টেগেনকে।
এ নিয়ে বার্সা কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করে ক্লাবটি সাময়িকভাবে তাকে মূল দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’