Image description

এ বছর প্রিমিয়ার লিগের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। বিকেএসপির সেই ঘটনার ছয় মাস পর এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে ফিরছেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে খেলতে পারেন। ওয়ানডে ও টি২০ থেকে অবসর নেওয়া আরেক সিনিয়র ক্রিকেটার মুশিফকুর রহিমও খেলবেন বলে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘আশা করছি, ওরা তিনজন (তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক) খেলবে। তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিম খেলবে। মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’

 
 

তবে বিসিবি পরিচালক ‘খেলা উচিত’ বললেও অবসর নেওয়া এই তিন সিনিয়র ক্রিকেটারের এনসিএল টি২০ খেলা কতটা যৌক্তিক? মুশফিক অবশ্য সব ফরম্যাট থেকে অবসর নেননি, টেস্ট খেলছেন। ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাবের হয়ে খেললে না হয় ভিন্ন কথা। তারা কাকে দলে নেবে না নেবে, সেটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। কিন্তু বোর্ড যেখানে পারিশ্রমিক দিচ্ছে, সেখানে অবশ্য জাতীয় স্বার্থ সবার আগে দেখতে হবে। অবসর নেওয়া ক্রিকেটারের পেছনে কোনো বোর্ডই বিনিয়োগ করে না।

বিশ্বের কোনো দেশেই অবসর নেওয়া ক্রিকেটারদের জাতীয় চ্যাম্পিয়নশিপে দেখা যায় না। পাকিস্তানে পিসিবি আয়োজিত ন্যাশনাল টি২০ চ্যাম্পিয়নশিপে অবসরপ্রাপ্তরা তো বটেই, ৩৫ বছরের বেশি কেউ খেলতে পারেন না। অবসরের পর ওয়াহাব রিয়াজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে চেয়েও এই নিয়মের কারণে সুযোগ পাননি। আন্তর্জাতিক থেকে অবসরের পর ভারতের যুবরাজ সিং সে দেশের জাতীয় টি২০ টুর্নামেন্ট মুস্তাক আলী ট্রফিতে খেলতে চেয়েছিলেন, তাঁকে সুযোগ দেওয়া হয়নি। মাত্র কদিন আগে টেস্ট ক্যারিয়ারের সায়াহ্নে চলে যাওয়া ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারাকে দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফির দলে রাখা হয়নি।
  
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এনসিএল টি২০-এর জন্য বগুড়া, রাজশাহী ও সিলেটকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান। এনসিএল টি২০তে ক্রিকেটারদের ম্যাচ ফি গত আসরে ২৫ হাজার টাকা ছিল। এবার তা বেড়ে ৪০ হাজার হচ্ছে। গতবারের টুর্নামেন্ট ডিসেম্বরে হয়েছিল। তখন দাবি উঠেছিল, আসরটি বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগে আয়োজনের। সেই দাবি মেনে এবার সেপ্টেম্বরে হচ্ছে।