Image description

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদল ঢাবির ১৮টি হল শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর মধ্যে শামসুন নাহার হলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নিতু রানী সাহাকে। তিনি পূর্বে একই হল শাখা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ঢাবি শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে চলছে ব্যঙ্গ-বিদ্রূপ।

 

ঢাবির শিক্ষার্থী শরিফুল ইসলাম মন্তব্য করেছেন, ছাত্রদল চাইলে ছাত্রলীগ পুনর্বাসনের একটি আলাদা কমিটি করতে পারে, যেখানে সব হলের ছাত্রলীগ সদস্যরা জায়গা পাবে।

জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ঢাকা পোস্টকে বলেন, নবপ্রকাশিত কমিটিতে পদায়িত কেউ যদি অনৈতিক কার্যক্রমে যুক্ত থাকেন কিংবা সদস্য ফরম ও কমিটি গঠন প্রক্রিয়ায় তথ্য গোপন করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।