
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসুকে সামনে রেখে প্রতিষ্ঠানটিকে আমরা বলেছি যে ছবি সরিয়ে দিতে হবে, তারা সরিয়ে নিয়েছে। এই সময়ে আমরা ঐক্যের পথে এগিয়ে যাচ্ছি। আমার এটাও ভাল লেগেছে, ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল এ ছবিগুলোর ব্যাপারে। তারাও কোনো সহিংস পথে যায়নি।
শুক্রবার (৮ আগস্ট) দ্য ডেইলে ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘টিএসসির অনুমতির প্রক্রিয়া হল টিএসসির পরিচালক সহ প্রক্টরিয়াল অফিসের সাথে একসাথে মিলে অনুমতিগুলো দেয়। আমরা সাধারণত ভ্যাকেন্সি থাকলে রুটিন দেখে পারমিশন দেই। অনেকগুলো অনুষ্ঠান পাশাপাশি করেছে চমৎকারভাবে। এ ক্ষেত্রে যেমাত্র একটি অনভিপ্রতিভ ঘটনা ঘটেছে এবং আমাদের নজরে এটা আনা হয়েছে যে এই ছবি নিয়ে একটা বিতর্ক হচ্ছে, ৪৫ মিনিটের মধ্যে প্রক্টরিয়াল টিম ওখানে গিয়েছে। আমরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর সাথে মিলে ছবিগুলো সরিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই সময়ে এই ঐক্যের পথে এগিয়ে যাচ্ছি, কোনো বিতর্ক আমরা চাই না। তারা সহযোগিতা করেছে, এটা পজিটিভ। আমার এটাও ভাল লেগেছে, ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল এ ছবিগুলোর ব্যাপারে। তারাও কোনো সহিংস পথে যায়নি। বড় কোনো সংঘর্ষ হয়নি। তারা প্রতিবাদ করেছে এবং ছবি নামিয়ে নেওয়া হয়েছে। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি।’
ড. নিয়াজ আহমেদ খান বলেন. ‘এটা মনে রাখতে হবে, সামনে ডাকসুকে কেন্দ্র করে তুলনামূলকভাবে আমাদের অনেক বেশি সংবেদনশীলতার প্রয়োজন। সহনশীলতা এবং দায়িত্বশীল আচরণ প্রয়োজন। আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয় এ ব্যাপারে প্রত্যেক সংগঠনকে সচেষ্ট থাকতে হবে। আমারা আমাদের তরফ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করতে থাকব ছাত্র সংগঠনগুলোকে। সংগঠনগুলোর এখন নিজের স্বার্থেই অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল থাকা প্রয়োজন; যাতে পরমতের প্রতি আমরা সহিষ্ণু থাকি। আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই সময়ে যেন আমাদের ফাটলের কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে।’