Image description
 

ডেনিশ সুপার লিগার এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ফরাসি ফুটবলার ম্যাক্সিম সোলাস। তবে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন অন্যরকম কিছু—৫৫ কেজি আলু, যা এক হুইলবারোতে তুলে দেওয়া হয়!

 

রবিবার নর্ডসইয়াল্যান্ডের বিপক্ষে সোনদারইস্কের হয়ে খেলে ৩-২ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। ম্যাচের প্রথম গোলটি করেন সোলাস। পরদিন এএফপিকে তিনি জানান, “এই আলুগুলো আমি আমাদের ক্লাব ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু আলু স্থানীয় একটি স্যুপ রান্নার চ্যারিটিতে দান করা হয়েছে।”

 

এই ব্যতিক্রমী পুরস্কার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ক্লাবের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাকব রাভন বলেন, “প্রতিটি ম্যাচের স্পন্সর পুরস্কার নির্ধারণ করেন। এইবারের স্পন্সর বিষয়টিকে মজার হিসেবে নিয়েছেন, এখন এটা পুরো বিশ্ব ঘুরে বেড়াচ্ছে!”

ফ্রান্সের মন্টপেলিয়ে শহরের বাসিন্দা সোলাস ২০২০ সালে কোপেনহেগেনের ক্লাব আমাগারে যোগ দিয়ে ডেনিশ ফুটবল শুরু করেন। এরপর ২০২১ সালে সদ্য উন্নীত সোনদারইস্কে নাম লেখান তিনি। এর আগে তিনি নেদারল্যান্ডসেও খেলেছেন।