
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থীসহ দুই বাসের যাত্রীরা আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস কচুয়াই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুই বাসেই যাত্রীদের মধ্যে অন্তত ২৮ জন আহত হন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, “আহত শিক্ষার্থীদের একাংশকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশেপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন, “আহতদের মধ্যে ৮ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের বেপরোয়া গতি ও অপ্রস্তুত মোড় নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।