Image description
 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। শুক্রবার (১০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে তাদের ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ২৬ রানের মধ্যে ফর্মে থাকা উইলিয়াম বসিস্টো (৬) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (১) উইকেট খুইয়ে বসে তারা।

চারে নেমে খুলনার ইনিংসকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন আফিফ হোসেন। প্রথমে ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে ধীরগতির ৩৩ এবং পরে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ঝড়ো গতির ৩১ রানের দুটি জুটি গড়েন তিনি।

বিস্তারিত আসছে…